Opu Hasnat

আজ ৯ জুন শুক্রবার ২০২৩,

ব্রেকিং নিউজ

রূপগঞ্জে বাস খাদে, নারীসহ আহত ১০ নারায়ণগঞ্জ

রূপগঞ্জে বাস খাদে, নারীসহ আহত ১০

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী  বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

আজ (৬ অক্টোবর) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের বলাইখাঁ এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে হারুন মিয়া, ইমান আলী, কাউসার মিয়া, আম্বর মিয়া, ইদ্রিস মিয়া, আমেনা বেগম ও সালেহা খাতুনকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) তছলিম উদ্দিন জানান, সকাল ৯টার দিকে ভুলতাগামী গ্লোরি পরিবহনের যাত্রীবাহী বাসটি উপজেলার ভুলতা ইউনিয়নের বলাইখাঁ এলাকায় পৌঁছে অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। 

এ সময় বাসে থাকা নারীসহ অন্তত ১০ যাত্রী আহত হন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে বলে জানান এসআই।