Opu Hasnat

আজ ২৩ সেপ্টেম্বর শনিবার ২০২৩,

গাজীপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ৫ গাজীপুর

গাজীপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৪, আহত অন্তত ৫

গাজীপুরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। 

আজ (০৬ অক্টোবর) সকালে কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এবং গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির  জানান, মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী কভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত হন। দুর্ঘটনায় আহত অপর একযাত্রীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এছাড়া দুর্ঘটনায় বাসের কমপক্ষে আরো ৫ জন যাত্রী আহত হন। হতাহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

অপরদিকে, ঢাকা-মময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় শ্রমিক বহনকারী বাসের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত রাজেন্দ্র বর্মন (৪৫) সদর উপজেলার লুটিয়ারচালা গ্রামের জ্ঞান মোহন বর্মনের ছেলে।

এছাড়া অপর এক দুর্ঘটনায় বাসের এক হেলপার (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে পৃথক সময়ে দুর্ঘটনা দু’টি ঘটে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের ভবানীপুরে গাজীপুরগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠে যায়। এতে বাসটি কাত হয়ে চাপা পড়ে বাসের হেলপার (৩০) নিহত হন। 

সকাল সাড়ে ৭টার দিকে একই মহাসড়কের একই স্থানে রাস্তা পার হওয়ার সময় মাওনাগামী শ্রমিক বহনকারী বাসের চাপায় রাজেন্দ্র বর্মন (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। 

নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাস আটক হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।