Opu Hasnat

আজ ১৬ জুলাই বৃহস্পতিবার ২০২০,

ব্রেকিং নিউজ

ফরিদপুরে চারদিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন ফরিদপুর

ফরিদপুরে চারদিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

ফরিদপুর চারদিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় শহরের অম্বিকা মেমোরিয়াল হলে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দাকর মোশারফ হোসেন এমপি ফিতা কেটে এর উদ্বোধন করেন।   
পরে ঢাকা কর অঞ্চল-৩ এর যুগ্ম কর কমিশনার ড. হরিপদ সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দাকর মোশারফ হোসেন এমপি। 

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান মৃধা, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু, ফরিদপুর চেম্বার অব কর্মাসের সভাপতি ছিদ্দিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী মোঃ মাসুম রেজা প্রমুখ।

শুক্রবার থেকে শুরু হওয়া আয়কর মেলা চলবে আগামী সোমবার পর্যন্ত।