Opu Hasnat

আজ ১৫ জুলাই বুধবার ২০২০,

ব্রেকিং নিউজ

পাইকগাছায় দুর্যোগ থেকে দক্ষিণ জনপদ রক্ষার দাবীতে সংবাদ সম্মেলন খুলনা

পাইকগাছায় দুর্যোগ থেকে দক্ষিণ জনপদ রক্ষার দাবীতে সংবাদ সম্মেলন

পাইকগাছায় দুর্যোগ থেকে দক্ষিণ জনপদ রক্ষার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উত্তরণ ও শিবসা যুব পানি কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থা ও সংগঠণের নেতৃবৃন্দ বলেন, দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের খুলনা জেলার অন্যতম প্রধান সমস্যা জলবদ্ধতা। ২৫-৩০ বছর ধরে জেলার নিম্ন জনপদের প্রায় ১০ লাখ অধিবাসী এ সমস্যা দ্বারা আক্রান্ত। জলাবদ্ধতার পাশাপাশি জলবায়ু পরিবর্তন জনিত জলোচ্ছ্বাস, ঘুর্ণিঝড় ও নদী ভাঙ্গনের মত দুর্যোগ অত্র অঞ্চলে নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। 

অপরদিকে, শিবসা নদীসহ বিভিন্ন নদ-নদী পলি ভরাটের ফলে পানি নিস্কাশনের ধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে। সংবাদ সম্মেলনে উপকূলীয় অঞ্চলের সকল বেড়ি বাঁধ দ্রুত টেকসই সংস্কার, সাইক্লোন শেল্টারে নারী ও প্রতিবন্ধীদের জন্য স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন ও সকল নদী অববাহিকায় টিআরএম বাস্তবায়নের দাবী জানান। এ সময় উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিন শামস সাক্ষর, শিবসা যুব পানি কমিটির আহবায়ক কানিজ আহম্মেদ বৈশাখী, সংস্থা ও সংগঠণের কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।