Opu Hasnat

আজ ১১ জুলাই শনিবার ২০২০,

ব্রেকিং নিউজ

পাইকগাছায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত খুলনা

পাইকগাছায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

পাইকগাছায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালী, সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা ডায়াবেটিক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার সকালে গণ-সচেতনতামূলক এক র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে সমিতির প্রতিষ্ঠাতা ও বিএমএ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অধ্যাপক ডাঃ মোহাঃ শহীদ উল্লাহ’র সভাপতিত্বে “আসুন, পরিবারকে ডায়াবেটিসমুক্ত রাখি” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত সেমিনার ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, আওয়ামীলীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক জহুরুল ইসলাম, ওয়াল্টনের ম্যানেজার অমিত সাহা, শিবসা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি, হাঁটার সাথী সংগঠণের সিনিয়র সহ-সভাপতি মোশাররফ খান বাচ্চু, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, প্রভাষক ময়নুল ইসলাম, মোমিন উদ্দীন, আব্দুর রাজ্জাক বুলি, অনিতা রাণী মন্ডল, দিলিপ দাশ ও সমিতির সাধারণ সম্পাদক মিলন রায় চৌধুরী। অনুষ্ঠানে আব্দুল মজিদ বয়াতী ও তার দল জারী গান পরিবেশন করেন।