Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

চট্টগ্রামে জেএমবি’র দুই সদস্য আটক চট্টগ্রাম

চট্টগ্রামে জেএমবি’র দুই সদস্য আটক

জঙ্গি সংগঠন ‘জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ’ (জেএমবি) এর দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে জেলার পটিয়ার শান্তির হাট এলাকা থেকে তাদের আটক করা হয় । আটককৃতরা হচ্ছে- আব্দুল্লাহ আল সাঈদ (৩৫) ও মোহাম্মদ ইসমাইল (৩৩)। এদের মধ্যে সাঈদ রাজশাহীর গোদাগাড়ি থানার ডোমকুলী গ্রামের আব্দুর রহিমের পুত্র এবং ইসমাইল কক্সবাজারের টেকনাফ নয়াপাড়ার ১ নম্বর ক্যাম্পের মৃত আব্দুল নবীর পুত্র।

র‌্যাব-৭ থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে র‌্যাব জানতে পারে জেএমবি’র কতিপয় সক্রিয় সদস্য জঙ্গী উস্কানিমূলক বিভিন্ন জিহাদী বই ও লিফলেট প্রচার করার জন্য একটি যাত্রীবাহি বাসে করে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-৭ এর একটি চৌকষ আভিযানিক দল জেলার পটিয়া থানাধীন শান্তিরহাট ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর সামনে চট্টগ্রাম-কক্সবাজার পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এ সময় বিভিন্ন যাত্রীবাহি বাস তল্লাশীকালে দূর থেকে র‌্যাবের চেকপোস্ট দেখা মাত্রই ২ জন যাত্রী একটি বাস থেকে নেমে তাদের যাত্রা পথ পরিবর্তন করে অন্য পথে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে সাঈদ এবং ইসমাইলকে আটক করে। এ সময় উপস্থিত আটককৃতদের দেহ এবং সাথে থাকা হ্যান্ড ব্যাগ তল্লাশী করে বিপুল পরিমান জঙ্গী উস্কানিমিূলক লিফলেট এবং ৬ টি জিহাদী বই উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘‘জেএমবি’’ এর সক্রিয় সদস্য এবং নিজেদের জিহাদের জন্য প্রস্তুত করতঃ অন্যদেরও জিহাদে উদ্বুদ্ধ করার জন্য জঙ্গী উস্কানিমূলক বিভিন্ন জিহাদী বই ও লিফলেট প্রচার করার জন্য চট্টগ্রাম হতে কক্সবাজারের টেকনাফে যাচ্ছে। তারা দীর্ঘদিন যাবৎ জঙ্গী ও জিহাদী চেতনায় অংশগ্রহণের জন্য ধর্মপ্রাণ উঠতি বয়সী যুবক ও নিরীহ জনসাধারনের মধ্যে জঙ্গী উস্কানিমূলক প্রচারসহ বিভিন্ন জিহাদী বই বিতরণ করছে।