Opu Hasnat

আজ ৭ জুলাই মঙ্গলবার ২০২০,

ঝালকাঠিতে ২ বিচারক হত্যা দিবসে র‌্যালী, পুষ্প স্তবক অর্পণ ও আলোচনা ঝালকাঠি

ঝালকাঠিতে ২ বিচারক হত্যা দিবসে র‌্যালী, পুষ্প স্তবক অর্পণ ও আলোচনা

ঝালকাঠি জেলা জজ শীপের ২ বিচারক শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাড়ে হত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় জেলা জজ আদালত চত্ত্বর থেকে একটি শোক র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হত্যাকান্ডের স্থানে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোঃ শহীদুল্লাহ, জেলা প্রশাসক মোঃ জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসকেএম তোফায়েল হাসান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি এ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল, সাধারন সম্পাদক ও এপিপি অ্যাডভোকেট আসম মোস্তাফিজুর রহমান মনুসহ বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, পুলিশ সদস্যসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ। বিকেলে জেলা ও দায়রা জজ আদালত ভবনের শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাড়ে মিলনায়তনে আলোচনাসভা ও দোয়া-মোনাজাত করা হয়। 

উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ নভেম্বর জেএমবি’র আত্মঘাতি বোম হামলায় নিহত হন বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাড়ে।