Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

থানায় চোখ বেঁধে যুবককে নির্যাতন, ওসিকে তাৎক্ষনিক বদলি নড়াইল

থানায় চোখ বেঁধে যুবককে নির্যাতন, ওসিকে তাৎক্ষনিক বদলি

থানায় নিয়ে হাতকড়া পরিয়ে চোখ বেঁধে যুবককে পেটানোর অভিযোগ ওঠার পর নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকাররম হোসেনকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ওসি মো. মোকাররম হোসেনের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের পুলিশ সুপার জসীম উদ্দিন। এর আগে সোমবার (১১ নভেম্বর) পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন (পিপিএম) স্বাক্ষরিত ওই বদলির আদেশপত্রটি ই-মেইলের মাধ্যমে লোহাগড়া থানায় পৌঁছায়। 

পুলিশ সূত্রে জানা গেছে, ওসি মোকাররম হোসেনকে লোহাগড়া থানা থেকে মেহেরপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। প্রশাসনিক কাজে অবহেলার কারণে তাকে তাৎক্ষণিকভাবে লোহাগড়া পুলিশ স্টেশন ত্যাগ করতে আদেশপত্রটিতে বলা হয়। 

উল্লেখ্য, লোহাগড়া বাজারের ব্যবসায়ী শিহাব মল্লিককে গত ৪ নভেম্বর থানা ভবনে পুলিশ উপ-পরিদর্শক নুরুছ ছালাম সিদ্দিকসহ মামলার বাদী মনিরুল ইসলাম মল্লিক ও তার ভাই খায়রুল ইসলাম মল্লিক হাতকড়া পরিয়ে চোখ বেঁধে নির্যাতন করে বলে অভিযোগ ওঠে। এ অভিযোগ ওঠার পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ ইমরানকে প্রধানসহ পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও) ও কোর্ট ইন্সপেক্টরকে সদস্য করে নড়াইলের পুলিশ সুপার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। আলোচিত এ ঘটনার পরেই ওসি মোকাররম হোসেনকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।