Opu Hasnat

আজ ৯ ডিসেম্বর সোমবার ২০১৯,

দুর্গাপুরে গুনীজন সম্মাননা নেত্রকোনা

দুর্গাপুরে গুনীজন সম্মাননা

জেলার দুর্গাপুরে অরাজনৈতিক সামাজিক সংগঠন মুক্তি চেতনায় ৭১ এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সমাজে বিভিন্ন কাজের অবদান স্বরুপ ৮জন গুনী কে সম্মাননা প্রদান করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার রাতে এ সম্মাননা প্রদান করা হয়।

মুক্তি চেতনায় ৭১ এর আয়োজনে দুর্গাপুর উপজেলায় নানা ক্ষেত্রে এ সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে মক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য শহীদ মুক্তিযোদ্ধা সন্তোষ বিশ্বাস, উপজেলা প্রসাশনিক ক্ষেত্রে ইউএনও ফারজানা খানম, শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রনে ওসি মো. মিজানুর রহমান, নারী জাগরনে লুদিয়া রুমা সাংমা, শিক্ষায় সুরথ চন্দ্র দে, সাহিত্য ও সংস্কৃতি সুজন হাজং, সাংবাদিকতায় মাওলানা এম এ রহমান এবং সমাজ সেবায় মো. তারা মিয়া (রিক্সা ওয়ালা)। 

সম্মাননা প্রদান পূর্ব আলোচনায় সংগঠনের সভাপতি আজিজুল ইসলাম রতন’র সভাপতিত্বে, সম্পাদক ওয়ালী হাসান তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন, বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ ও বিভাগীয় প্রধান (অবঃ) বাংলা বিভাগ নেত্রকোনা সরকারী কলেজ এর অধ্যাপক মতিন্দ্র সরকার। 

অন্যদের মধ্যে আলোচনা করেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমীর পরিচালক স্বপন হাজং, সুসং সরকারী কলেজ অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, অফিসার ইন-চার্জ দুর্গাপুর থানা মোঃ মিজানুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা.এস.এম তানজিরুল ইসলাম রায়হান, মুক্তিযোদ্ধা আঃ আজিজ, এ্যাডভোকেট মানেশ সাহা, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, পৌর কাউন্সিলর নুরুল আকরাম খান প্রমুখ। 

বক্তারা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ পৃথিবীর একটি ঐতিহাসিক ঘটনা, এই ঘটনাকে হৃদয়ে লায়ন করতে মুক্তিচেতনা জাগানোর কোন বিকল্প নাই। উপস্থিত সকলকে হৃদয়ে মুক্তি চেতনা জাগাতে এ ধরনের সংগঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।