Opu Hasnat

আজ ৭ জুলাই মঙ্গলবার ২০২০,

শৈলকুপায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ আহত ২০ ঝিনাইদহ

শৈলকুপায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ আহত ২০

শৈলকুপায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশু সহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে শৈলকুপা ও ঝিনাইদহ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। রোববার সকাল ১১টার দিকে শৈলকুপা গোবিন্দপুর নামক স্থানে শৈলকুপা-হাট ফাজিলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুত গতিতে যাওয়ার সময় গোবিন্দপুর নামক স্থানে একে অপর কে পাশ কাটাতে গিয়ে সংঘর্ষ ঘটে। এসময় একটি বাস উল্টে  রাস্তার নীচে পড়ে যায়। এতে বাসের অন্তত ২০ যাত্রী আহত হয় ।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, পিংকি (১৭) সহ অন্তত ৪ জনকে কুষ্টিয়া ঝিনাইদহে রেফার করা হয়েছে।

শৈলকুপা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মনোয়ার হোসেন মালিথা বলেন, ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে শৈলকুপায় আসার পথে বাস দূর্ঘটনায় ৪ জন মুক্তিযোদ্ধা আহত হয়েছে। 

শৈলকুপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, পাশ কাটিয়ে দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করলে দুটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে কোন যাত্রী  মারা যায়নি উল্লেখ করে তিনি বলেন আহতদের উদ্ধার করে শৈলকুপা ও ঝিনাইদহ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা চালায়।