Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

দুর্গাপুরের সর্বজন প্রিয় অরুন স্যার চির নিদ্রায় নেত্রকোনা

দুর্গাপুরের সর্বজন প্রিয় অরুন স্যার চির নিদ্রায়

দুর্গাপুর উপজেলার রানীখং উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অরুন কান্তি চন্দ (৪৯) দীর্ঘদিন দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে ভারতের ভেলুরে চিকিৎসারত অবস্থায় বুধবার রাতে পরলোকগমন করেছেন। 

শুক্রবার বিকেলে তাঁর মরদেহ দুর্গাপুর পৌরশহরের মোক্তারপাড়ার বাস ভবনে আনা হলে তাঁকে একনজর দেখার জন্য সর্বস্তরের মানুষের ঢল নেমে আসে। ওইদিন রাতে পৌর শ্মশানঘাটে তাঁর অন্তোষ্টিক্রীয়া সম্পন্ন করা হয়। 

অরুন স্যারের মৃত্যুতে নেত্রকোনা- ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, পৌর মেয়র আলহ্জা মাওলানা আব্দুস সালাম, উপজেলা শিক্ষক সমিতি, যুগান্তর সমাবেশ, যুগান্তর ষ্টাফ রিপোর্টার হাবিব সারোয়ার আজাদ, দুর্গাপুর প্রেসক্লাব, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বন্ধুবান্ধব, স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রিয় অরুন সারের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পন সহ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, ২ ভাই সহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার বলেন, অরুন সার আমাদের কাছ থেকে হারিয়ে যায়নি। তাঁর কৃতকর্ম আমাদের দিক নির্দেশনা হিসেবে রেখে গেছেন। তিনি একজন বিনয়ী উপস্থাপক, অভিজ্ঞ সংগঠক, অভিনেতা, আবৃত্তি কারক হিসেবে বেশ সুনাম রয়েছে। মহিলা ডিগ্রি কলেজ এর পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি কামনা করছি।