Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

কালকিনিতে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে ইজতেমা সম্পন্ন মাদারীপুর

কালকিনিতে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে ইজতেমা সম্পন্ন

ঘুর্নিঝড় বুলবুলের প্রভাবে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টিকে উপেক্ষা করে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে মাদারীপুরের কালকিনিতে সাধপন্ত্রীদের তিনদিন ব্যাপী জেলা ইজতেমা সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে পৌর এলাকার ডাকবাংলার মাঠে পুলিশ পাহাড়ার মধ্যে দিয়ে এ ইজতেমা সম্পন্ন করা হয়। তবে দুই দিনের বৃষ্টির কারনে তাবলিগ-জামাতের মুসল্লির সংখ্যা অনেক কম ছিল। ঘুর্নিঝড় বুলবুলের খবরে আতঙ্ক ছড়িয়ে পরলে দেশ-বিদেশ থেকে আগত মুসল্লিরা ইজতেমা ছেড়ে অনেকেই বাড়ি ফিরে যেতে বাধ্য হয়। তবে আখেরী মোনাজাত শেষে পুলিশের কড়া পাহাড়ায় সকল মুসল্লিদের বাড়ি ফেরার জন্য সমস্ত সুযোগ-সুবিধা করে দেয়া হয়।

এ ব্যাপারে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার বলেন, শান্তিপূর্নভাবে ইজতেমা করার জন্য আমরা সকল ধরনে নিরাপত্তা দিয়েছি। কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।