Opu Hasnat

আজ ২১ নভেম্বর বৃহস্পতিবার ২০১৯,

বুলবুল মোকাবেলায় আশ্রয় কেন্দ্র যেতে মাইকিং অব্যহত বাগেরহাট

বুলবুল মোকাবেলায় আশ্রয় কেন্দ্র যেতে মাইকিং অব্যহত

বুলবুল‘র প্রভাবে বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, খুলনাসহ কয়েকটি জেলায় ১০ নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের এই ঘোষনার পর থেকে জেলার শরণখোলা, মোরেলগঞ্জ ও মোংলা উপজেলার গ্রামে গ্রামে মাইকিং করছে দূযোগ ব্যবস্থাপনা কমিটির লোকজন। ১০ নম্বর মহা বিপদ সংকেত জানার  পর সামান্য কিছু মানুষ আশ্রয়কেন্দ্রের দিকে যাচ্ছে। বেশিরভাগই অপেক্ষা করছে, চরম পর্যায়ের জন্য। এছাড়া বুলবুল‘র খবরে সাগরে থাকা মাছধরা ট্রলার ও নৌকা তীরে নিরাপদ আশ্রয় নিয়েছে। তবে এখনও নদীতে এখনও অনেক নৌকা ও ট্রলারকে মাছ ধরতে দেখা গেছে।

 

এই বিভাগের অন্যান্য খবর