Opu Hasnat

আজ ২৬ মে মঙ্গলবার ২০২০,

বোয়ালমারীতে অগ্নিকান্ডে পুড়ে গেছে কয়েকশ মন পাট-চাল ফরিদপুর

বোয়ালমারীতে অগ্নিকান্ডে পুড়ে গেছে কয়েকশ মন পাট-চাল

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের চিতার বাজারে অগ্নিকান্ডে তিনটি গুদাম পুড়ে গেছে। শুক্রবার বিকেলে এ অগ্নিকান্ডের ঘটনায় কয়েকশ মন পাট, চাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় অর্ধ কোটি টাকা বলে দাবি করেছে ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম, মন্টু কুন্ডু ও অসিত সাহা। 

তারা জানান, পল্লী বিদ্যুৎ পুরাতন লাইন পরিবর্তন করে নতুন লাইন টানছিলো। একটি পুরাতন তার ঘরের ওপর পড়ে ছিলো, সে অবস্থায় লাইন চালু করলে ওই তার থেকে ঘরে আগুন ধরে যায়। খবর পেয়ে ফরিদপুর এবং  বোয়ালমারী ও সালথা উপজেলার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতার সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে। 

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার জাফর শেখ বলেন, বিদ্যুৎ লাইন থেকেই অগ্নিকান্ডের সুত্রপাত। তিনটি গুদাম ভর্তি পাট, চাল ছিলো তবে তিনটি ইউনিটের ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত কাজ করায় অনেক পাট ও চাল ভালো অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। 

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি  বোয়ালমারী জোনাল অফিসের ডিজিএম মো. সানোয়ার হোসেনকে ফোন দিলে তিনি পরে ফোন করবেন বলে লাইন কেটে দেন। পরে ফোন দিলে আর কথা বলেননি। 

এই বিভাগের অন্যান্য খবর