Opu Hasnat

আজ ৩০ মে শনিবার ২০২০,

ঘূর্ণিঝড় বুলবুল’র প্রভাব

বাগেরহাটে গুড়ি গুড়ি বৃষ্টি, জেলা প্রশাসনের জরুরি সভা বাগেরহাট

বাগেরহাটে গুড়ি গুড়ি বৃষ্টি, জেলা প্রশাসনের  জরুরি সভা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুল’র প্রভাবে বাগেরহাটের উপকূলজুড়ে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সকাল সারে ৯টা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে জেলার বিভিন্ন উপজেলায়। এদিকে ঘূর্ণিঝড় বুলবুল’র মোকাবেলায় বেলা ১১টায় জরুরী সভা করেছেন জেলা প্রশাসন বাগেরহাট। 

জেলার ২৩৪টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জেলা সদর সহ নয়টি উপজেলায় কন্ট্রল রুম খোলা হয়েছে, মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে মোংলাসহ দেশের সমুদ্র বন্দরগুলোকে ১০ নম্বর মহা বিপদ সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এই বিভাগের অন্যান্য খবর