Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০২৪,

চট্টগ্রামে ৯ নম্বর মহাবিপদ সংকেত চট্টগ্রাম

চট্টগ্রামে ৯ নম্বর মহাবিপদ সংকেত

ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘বুলবুল’। বুলবুলের প্রভাবে চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে।

এই মহাবিপদ সংকেতের প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং, জাহাজে পণ্য উঠানামাসহ যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। এর পাশাপাশি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের অভ্যন্তরীণ ৩ নম্বর রেড এলার্ড জারি করেছে।

চট্টগ্রাম বন্দর সচিব ওমার ফারুক জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম বন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি বন্দরের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন জানিয়েছেন, মহাবিপদ সংকেতের প্রেক্ষিতে উপকূলীয় এলাকার অধিবাসীদের দ্রুততম সময়ের মধ্যে প্রস্তুতরাখা নিকটস্থ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বলা হয়েছে। এলাকায় সতর্কতামূলক মাইকিং অব্যাহত রাখা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র প্রবল উত্তাল রয়েছে। শুক্রবার রাতে ব্যাপক বৃষ্টিপাত হলেও সকাল থেকে চট্টগ্রামে গুমোট আবহাওয়া বিরাজ করছে।