Opu Hasnat

আজ ৩০ মার্চ সোমবার ২০২০,

রাজবাড়ীতে ৪০ শিক্ষার্থীর মাঝে লাইফ জ্যাকেট বিতরন রাজবাড়ী

রাজবাড়ীতে ৪০ শিক্ষার্থীর মাঝে লাইফ জ্যাকেট বিতরন

ঝুকি এড়াতে রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর পারে অবস্থিত মুন্সী বেলায়েত হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪০ শিক্ষার্থীকে লাইফ জ্যাকেট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী সদর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে মুন্সী বেলায়েত হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওই জ্যাকেট প্রদান করা হয়।

এ সময় রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল প্রমুখ।

এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, এই বিদ্যালয়টি পদ্মা নদীর পারেই অবস্থিত। এখানে মোট ১৬১ জন শিক্ষার্থী রয়েছে। যার ৪০ জন শিক্ষার্থী নদীর ওই পার থেকে প্রতিদিন নৌকায় জীবনের ঝুকি  নিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করে। তাদের নিরাপত্তার কথা ভেবে এই উদ্যোগ নেওয়া হয়েছিলো।