Opu Hasnat

আজ ১৫ জুলাই বুধবার ২০২০,

ব্রেকিং নিউজ

কুবিতে ভর্তিচ্ছুদের প্রি বাস সার্ভিস কুমিল্লা

কুবিতে ভর্তিচ্ছুদের প্রি বাস সার্ভিস

এবারের ভর্তি পরীক্ষা উপলক্ষে ফ্রি বাস সার্ভিস দেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের যাতায়াতের সুবিধার্থে ৭ নভেম্বর বৃহস্পতিবার এ সেবা দেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের কর্মকর্তা জাহিদ জুয়েল জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইমরান কবির চৌধুরীর অনুমতিক্রমে বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের যাতায়াতের সুবিধার্থে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ফ্রি বাস সার্ভিস চালু হচ্ছে।

বাসগুলো কুমিল্লা ক্যান্টনমেন্ট ও পদুয়ারবাজার বিশ্বরোড থেকে প্রতি ১ ঘণ্টা পর পর এবং কুমিল্লা রেলস্টেশন থেকে কান্দিরপাড় হয়ে দুই ঘণ্টা পর পর কুবি ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে।

এছাড়া বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় একটি বাস কুমিল্লা রেলস্টেশন থেকে কান্দিরপার হয়ে ক্যাম্পাস অভিমুখে আসবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত ফ্রি এ বাস সার্ভিস পরেরদিন রাত ১০টা পর্যন্ত চালু থাকবে।