Opu Hasnat

আজ ২৫ মে সোমবার ২০২০,

মোরেলগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র উদ্বোধন বাগেরহাট

মোরেলগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র উদ্বোধন

বাগেরহাটের মোরেলগঞ্জে বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান  এ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্বোধন করেন।  

এ উপলক্ষ্যে মোরেলগঞ্জ ফায়ার ষ্টেশন প্রাঙ্গনে উদ্বোধন ও বিভাগীয় কার্যক্রমের উপর আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম, মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোরেলগঞ্জ স্টেশন অফিসার সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে ও “সচেতন প্রস্তুতি ও প্রশিক্ষন দূর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায়” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক এম.পলাশ শরীফ, ফায়ার লিডার গোলাম মোস্তফা সহ ৩০ জন রোভার স্কাউস, গালর্স গাইড ও ফায়ার সার্ভিস কর্মীবৃন্দ।

সভা শেষে ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ে অগ্নিকান্ড, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক সাজ-সরঞ্জাম ও মহড়া প্রদর্শণ করা হয়।