Opu Hasnat

আজ ২৭ মে বুধবার ২০২০,

দুর্যোগে দুঃসাহসিক ভুমিকায় থাকে ফায়ার সার্ভিস : কাজী কেরামত আলী এমপি রাজবাড়ী

দুর্যোগে দুঃসাহসিক ভুমিকায় থাকে ফায়ার সার্ভিস : কাজী কেরামত আলী এমপি

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেছেন, দুর্যোগে দুঃসাহসিক ভুমিকায় থাকে ফায়ার সার্ভিস। সব ধরনের দুর্যোগের জন্য ফায়ার সার্ভিসকে চব্বিশ ঘন্টাই প্রস্তুত থাকতে হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুকি নিয়ে ভবন ধ্বস, অগ্নিকান্ড ও সড়ক দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে আসছে। 

তিনি আরো বলেন, ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তার ধারাবাহিকতায় রাজবাড়ীর পাচটি উপজেলায়ই ফায়ার সার্ভিস স্টেশন করা হয়েছে।

বুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

এ সময় রাজবাড়ীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল করিম, রাজবাড়ীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে উপসহকারী পরিচালক মোঃ শওকত আলী জোয়ার্দ্দার, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস উপস্থিত ছিলেন।  

এই বিভাগের অন্যান্য খবর