Opu Hasnat

আজ ২৭ মে বুধবার ২০২০,

চট্টগ্রামে রেলওয়ের সাড়ে ৩ একর জায়গা উদ্ধার চট্টগ্রাম

চট্টগ্রামে রেলওয়ের সাড়ে ৩ একর জায়গা উদ্ধার

নগরীর পাহাড়তলী এলাকায় উচ্ছেদ করা হয়েছে রেলওয়ের অবৈধ প্রায় ৫০০টি স্থাপনা। দখলমুক্ত হয়েছে প্রায় সাড়ে ৩ একর জায়গা। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্বে দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। এর আগে বুধ ও বৃহস্পতিবার নগরের সিআরবি ও পাহাড়তলী এলাকায় উচ্ছেদ করা হয় অবৈধ প্রায় ৪৩০টি স্থাপনা। 

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম বলেন, সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযানে রেলওয়ের সাড়ে ৩ একর জায়গা উদ্ধার করা হয়। এ অভিযান চলমান থাকবে।