Opu Hasnat

আজ ১৯ নভেম্বর মঙ্গলবার ২০১৯,

ফরিদপুরে নতুন সড়ক পরিবহন আইনের প্রচারনায় লিফলেট বিতরন ফরিদপুর

ফরিদপুরে নতুন সড়ক পরিবহন আইনের প্রচারনায় লিফলেট বিতরন

নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ এর প্রচারনায় লিফলেট বিতরন করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান। তিনি সোমবার বিকেলে ফরিদপুরের নতুন বাসষ্টান্ড এলাকায় বাস, ট্রাক ও যাত্রীদের মধ্যে এই লিফলেট বিতরন করেন। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুজ্জামান, আতিকুল ইসলাম, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনায়েত হোসেন, ট্রাফিক সার্জেন্ট মোঃ তুহিন লস্কর প্রমুখ। 

পরে সাংবাদিকদের পুলিশ সুপার বলেন, আইন সবার জন্য সমান। নতুন যে আইন হয়েছে সে আইনের ব্যাপক প্রচারনার দরকার রয়েছে। সামনের দুসপ্তাহের মধ্যে এই আইনের কঠোর প্রয়োগ শুরু হবে জেলায় তার আগে পরিবহনের ড্রাইভার ও যাত্রীদের মধ্যে সচেনতা বাড়ানোর লক্ষ্যে লিফলেট বিতরন করা হলো।