Opu Hasnat

আজ ৩১ মে রবিবার ২০২০,

পাবনায় জেলহত্যা দিবস উপলক্ষে স্মরণসভা ও মিলাদ মাহফিল পাবনা

পাবনায় জেলহত্যা দিবস উপলক্ষে স্মরণসভা ও মিলাদ মাহফিল

জেলহত্যা দিবস উপলক্ষে ভিপি আব্দুল আজিজের উদ্যোগে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ আছর শহরের তালপুকুর সংলগ্ন শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলীর বাড়িতে স্মরণ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলা শাখার উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন।

তিনি বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী জাতীয় চার নেতার সার্বিক অবদান ভাষা আন্দোলন থেকে শুরু করে ছয় দফা, গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচন এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা আগামী প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে।

ভিপি আব্দুল আজিজের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শ্রীশ্রী চন্ডি দাস, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাজ্জাদ হোসেন খোকন প্রমূখ।

এসময় আওয়ামী লীগ নেতা আব্দুল আওয়াল রিপন, যুবলীগ নেতা মনিরুজ্জামান মানিক, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন বাপ্পী, মাহমুদুল ওয়াহিদ, রুহুল আমিন, মনিরুল ইসলাম মনি, মেহেদী হাসান মামুন, স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল করিম রেজা, শরিফুল ইসলাম, শিমুল, সুজন, আনোয়ার হোসেন, সাইদুল সেখ বাবু, শেখ সামাদ, শেখ জিসান, রোহিত, সাকিবসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্মরণ সভা শেষে ১৫ আগস্ট বঙ্গবন্ধু, ৩ নভেম্বর জাতীয় চার নেতাসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত মোনাজাত করা হয়।

এই বিভাগের অন্যান্য খবর