Opu Hasnat

আজ ২৭ মে বুধবার ২০২০,

ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড ও ফুডপান্ডার মধ্যে চুক্তি অর্থ-বাণিজ্য

ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড ও ফুডপান্ডার মধ্যে চুক্তি

স্যামসাং বাংলাদেশের অনুমোদিত পরিবেশক (ডিস্ট্রিবিউটর) ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড এবং ফুডপান্ডা সম্প্রতি একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। ফুডপান্ডার কার্যালয়ে প্রতিষ্ঠান দুটি চুক্তিতে স্বাক্ষর করে। 

এই যৌথ অংশীদারিত্ব স্যামসাং মাইক্রোওয়েভ ওভেন এবং ফুডপান্ডার প্রচারে সহায়ক ভূমিকা পালন করবে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে, ক্রেতারা স্যামসাংয়ের যে কোন মাইক্রোওয়েভ ওভেন ক্রয়ে ফুডপান্ডার পক্ষ থেকে ৫০০ টাকা মূল্যের দুটি ভাউচার পাবেন। এই অফারটি আগামী ৩১ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত চলবে।    

অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ডিজিটাল অ্যাপ্লায়েন্স বিভাগের প্রোডাক্ট ম্যানেজার মো. শরিফুল ইসলাম, এবং হেড অব সেলস সাদ বিন হাসান। ফুডপান্ডার ম্যনেজিং ডিরেক্টর জুবায়ের বি এ সিদ্দিকী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং শাফায়াত সারওয়ার ও হেড অব ফাইন্যান্স আওরঙ্গজেব হোসেন। অন্যদিকে, ফেয়ার ইলেক্ট্রনিক্সের পক্ষে জে. এম. তসলিম কবির এবং মো. মুশফিকুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।