Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

চিরিরবন্দরে সাত প্রতিষ্ঠানকে জরিমানা, একজনের কারাদন্ড দিনাজপুর

চিরিরবন্দরে সাত প্রতিষ্ঠানকে জরিমানা, একজনের কারাদন্ড

দিনাজপুরের চিরিরবন্দরে পৃথক দু’টি অভিযানে সাত প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা ও অবৈধ বালু উত্তোলনের দায়ে সোপাল চন্দ্র (৩৯) একজনকে তিন মাসের  বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন  ভ্রাম্যমান আদালত।

রোববার সকলে উপজেলার পৃথক দু’টি স্থানে  ভ্রাম্যমাণ  আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী ও সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাউল করিম।

উপজেলার ঘুঘড়াতলী মোড়ে  বিভিন্ন দোকানের দ্রব্যমূল্যের তালিকা, ওজন পরিমাপ যন্ত্র, পণ্য বিক্রির রশিদ যাচাই-বাছাই করে জরিমানা করেন ইউএনও গোলাম রব্বানী। অপরদিকে, ভিয়েল ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের দায়ে  সোপাল  চন্দ্র একজনকে বিনাশ্রম কারাদন্ড দেন সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাউল করিম।

এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি ও যত্রতত্র ভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা স্টেশন অফিসার মো: সারোয়ার হোসেনসহ  চিরিরবন্দর ফায়ার সর্ভিস ও পুলিশের  সদস্যরা উপস্থিত ছিলেন।