Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

সৈয়দপুরে হিন্দু ধর্মালম্বীরা পালন করছে সূর্য পূজা নীলফামারী

সৈয়দপুরে হিন্দু ধর্মালম্বীরা পালন করছে সূর্য পূজা

সৈয়দা  রুখসানা জামান শানু, সৈয়দপুর (নীলফামারী) : কালিপূজার রেশ কাটতে না কাটতে হিন্দু ধর্মালম্বীরা ব্যপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করেছে সূর্য পূজা। স্থানীয়ভাবে এ পূজাকে বলা হয় ছট পূজা। প্রতি বছর কালি পূজার পর শুক্লপক্ষের ষষ্ঠি তিথিতে নদীর তীরে সূর্য দেবতাকে সন্তষ্ট করতে এ পূজা উদযাপন করা হয়।

নীলফামারীর সৈয়দপুরের হরিজন, রবিদাস, রজক সম্প্রদায়সহ বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার পূর্ণার্থী রোববার (৩ নভেম্বর) সূর্য উদয়ের আগে খড়খড়িয়া নদীর তীরে উপস্থিত হয়ে সূর্য পূজা শুরু করেন। সূর্য উদয়ের পর সূর্যকে প্রণাম করে নদীতে স্নান এবং শরবত পানের মধ্য দিয়ে শেষ করেন এ পূজা।

সূর্র্যপূজা করতে আসা পূজারীরা বলেন, আমরা সূর্য দেবতাকে সন্তুষ্ট করতেই এ পূজা করে থাকি। এ পূজার মাধ্যমে সূর্য দেবতা সন্তুষ্ট হয় আর আমাদের মনোবাসনা, মানত পূরণ করে দেয়। এই আশায় আমরা প্রতিবছর এ পূজা করতে আসি সৈয়দপুর খড়খড়িয়া নদীর তীরে। এছাড়াও দেশ ও জাতিসহ সকলের শান্তি কামনায় এ পূজা করা হয় বলে ভক্তরা জানান।