Opu Hasnat

আজ ২৭ মে বুধবার ২০২০,

রাজবাড়ীতে উদীচী শিল্পগোষ্ঠীর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাজবাড়ী

রাজবাড়ীতে উদীচী শিল্পগোষ্ঠীর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

‘গাই লড়াই এর গান-দুর্নীতি দুঃশাসন হোক অবসান’ এই স্লোগানকে সামনে রেখে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠির ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার বিকেলে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠির ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা ফলক এলাকা  থেকে একটি র‌্যালী বের করে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠি রাজবাড়ী জেলা সংসদ। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। 

এরপর সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠি রাজবাড়ী জেলা সংসদের সভাপতি ডাঃ সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত চিত্র শিল্পি মনসুর উল করিম।

পরে সন্ধ্যায় বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠি রাজবাড়ী জেলা সংসদের শিল্পিদের অংশ গ্রহনের অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।  

এই বিভাগের অন্যান্য খবর