Opu Hasnat

আজ ২২ নভেম্বর শুক্রবার ২০১৯,

দুর্গাপুরে জাতীয় সমবায় দিবস পালিত নেত্রকোনা

দুর্গাপুরে জাতীয় সমবায় দিবস পালিত

নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায় সমিতির সদস্যদের আয়োজনে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার নানা কর্মসুচীর মাধ্যমে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে সর্বস্তরের অংশগ্রহনে এক র‌্যালী শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম এর সভাপতিত্বে ‘‘বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ের উন্নয়ন’’ এই প্রতিপাদ্যে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম, সহকারী কমিশনার (ভুমি) রুয়েল সাংমা, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, উপজেলা সমবায় কর্মকর্তা সত্যরঞ্জন দাস, উপজেলা তথ্যসেবা অফিসার জান্নাত আরা পপি প্রমুখ।