Opu Hasnat

আজ ১৯ নভেম্বর মঙ্গলবার ২০১৯,

কালকিনিতে ৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী মাদারীপুর

কালকিনিতে ৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ শ্লোগানকে সামনে রেখে ৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে কালকিনি উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে শনিবার সকালে র‌্যালী ও স্থানীয় অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি তাহমিনা সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।