Opu Hasnat

আজ ১৬ নভেম্বর শনিবার ২০১৯,

বাগেরহাটে জাতীয় রক্তদাতা দিবস পালিত বাগেরহাট

বাগেরহাটে জাতীয় রক্তদাতা দিবস পালিত

“সেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্যেদিয়ে জাতীয় রক্তদাতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাগেরহাট ব্লাড ব্যাংক ও আলোর দিশারীর আয়োজনে শনিবার সকালে শহরের বিভিন্ন বিদ্যালয়ের  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- বাসাবাটি স্কুলের প্রধান শিক্ষক মোসা. খুশিদা রহমান, সংগঠনের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক সাধারন সম্পাদক মনিরা আক্তার হিরা, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সহ সভাপতি মো. জুয়েল হোসেন, মো. তরিকুল ইসলাম পাইক প্রমুখ। বিকালে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনে আলোচনা সভা ও সেরা রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্যান্য খবর