Opu Hasnat

আজ ২ জুন মঙ্গলবার ২০২০,

রংপুরে দুই বাংলার কবি-লেখকদের সাহিত্য আসর শিল্প ও সাহিত্য

রংপুরে দুই বাংলার কবি-লেখকদের সাহিত্য আসর

ফিরেদেখা’র আয়োজনে দুই বাংলার বরেণ্য কবি-লেখকগণের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো ফিরেদেখা সাহিত্য আসর। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রংপুরের আইডিয়া পাঠাগারের সাহিত্য আসরে দুই বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতি নিয়ে আলোচনা হয়। 

আলোচনায় অংশগ্রহণ করেণ পশ্চিমবঙ্গ নর্থবেঙ্গল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কবি ড. নিখিলেশ রায়, কবি সন্তোষ সিংহ। বাংলাদেশের কবি ও লেখক মনোয়ার বেগম, প্রফেসর মোহাম্মদ শাহ আলম, ড. শ্বাশত ভট্টাচার্য, লেখক আফতাব হোসেন, কবি ড. গীতিময় রায়, কবি ড. শাহ সুলতান তালুকদার, কবি ও প্রভাষক মামুন উর রশীদ, দীলিপ রায়, কবি দেলওয়ার হোসেন রংপুরী, মুহম্মদ গাউছুল আজম, মাহবুবা লাভীন, এস এম কামরুজ্জামান বাদশাহ, কমলাঞ্জন কেষ্টা, গোপাল চন্দ্র, বিপ্লব সরকার, শফিকুল ইসলাম আবির প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও প্রকাশক সাকিল মাসুদ। অনুষ্ঠানে দুই বাংলার লেখকদের বই বিনিময় এবং পশ্চিমবাংলা থেকে আগত কবি নিখিলেশ রায় ও কবি সন্তোষ সিংহকে ফিরেদেখার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।