Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

বেনাপোলে ৪৯টি স্বর্ণেরবারসহ পাচারকারী আটক যশোর

বেনাপোলে ৪৯টি স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৪৯ টি স্বর্ণেরবারসহ মোমিন (৫০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বেনাপোল বর্ডারের সাদিপুর রাস্তার মাথায় সিটি হোটেল থেকে এসব স্বর্ণসহ তাকে আটক করে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা। আটক মোমিন বেনাপোল সাদিপুর গ্রামের হাসমত উল্লাহর ছেলে। জব্দকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৮শ’ ২০ গ্রাম। জব্দকৃত স্বর্ণের সিজার মূল্য প্রায় ২ কোটি টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একজন পাচারকারী বিপুল পরিমানের স্বর্ণ নিয়ে বেনাপোল বর্ডারের সাদিপুর মোড়ে সিটি হোটেলে অবস্থান করছে। এসময়ে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।পরে তার দেহে তল্লাশী চালিয়ে ৪৯টি স্বর্ণেরবার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৮শ’ ২০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। আটককৃতের নামে স্বর্ণ পাচারের মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।