Opu Hasnat

আজ ১৭ ফেব্রুয়ারী সোমবার ২০২০,

অনবদ্য তৃষ্ণা যেখানে // কবি কানিজ জহুরা শিল্প ও সাহিত্য

অনবদ্য তৃষ্ণা যেখানে // কবি কানিজ জহুরা

কোন বোতাম খোলা শার্ট আর জিন্স প্যান্টে
আমার মন পড়ে থেকেছে,
তা আমার মনে পড়ে না।
নারী শরীরের খুব গহীনে ডুব দিয়ে
মদের গন্ধ আমায় খুব মাতাল করেছে,
তাও মনে পড়ে না।

শাড়ীর ভাঁজে লুকিয়ে থাকা নাভী কুপে
জল গড়ালে খুব গোপনে ছুঁয়ে গেছি বারবার।
অস্পষ্ট বুকের নীলাভ আভায় বুদ হয়েছি
রঙ বেরঙের হাজারো বাহানায়।
মেহেদি রাঙানো হাতে শিউলি মালার সীমান্ত দেখে
পাড়ি দিয়েছি সাত সমুদ্র।

বৈরি প্রেমের মাতাল হাওয়ায়
ঢেউ খেলে বেড়ানো নগ্ন শরীর,
কখনো কি আলোড়ন তুলেছিল আমার শহরে?
না!

এ শহর আমার শুভ্রতার রঙে ফোটা কাশফুল,
আমি খুঁজে ফিরি খোঁপায় বেলি ফুলের
মালা জড়ানো কোন নারী।

মনের গহীন ঘরে যে সুর আমি শুনি,
সে কন্ঠ এক গোপন শুভাসিনীর কন্ঠ।
যার জন্ম কাঠুরে কিংবা কামারের ঘরে,
প্রকৃতি যাদের রঙ মাখিয়েছে নিজে হাতে ।

চোখে কাজল আর কপালে লাল টিপ,
সে দৃশ্যে যে অমরত্ব তৃষ্ণা আমার!
আমি ফিরে যেতে চাই আমার পল্লী বাংলায়
শুনতে চাই রাখালের সুর,
কোন আসমানীর হাত ধরে হেঁটে যেতে চাই
দূর বহু দূর.....