Opu Hasnat

আজ ১২ নভেম্বর মঙ্গলবার ২০১৯,

দুর্গাপুরে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা নেত্রকোনা

দুর্গাপুরে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাধ্যমিক পর্যায়ের ১৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতার মূল প্রবন্ধ উপস্থাপন সহকারী প্রোগ্রামার সামিউল আলম শামীম। এ বিষয়ে অন্যদের মধ্যে আলোচনা করেন, সুসঙ্গ সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক মনিরুল ইসলাম, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ এর প্রভাষক শামীম আহমেদ, সহ:শিক্ষক খাইরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, উপজলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফা আখতার প্রমুখ।

বক্তারা বলেন, আগামী দিনে যারা প্রযুক্তির উন্নতি করবে, সেই সকল মেধাবী শিক্ষার্থীদের যত্ন নিতে হবে। বিজ্ঞানের যুগে বিজ্ঞানকে জানতে হবে। শিক্ষার্থীদের এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো সহ সকল স্কুল কলেজে নিজেদের আয়োজনে বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা করতে পারলে তাদের জ্ঞান আরো শানিত হয়ে উঠবে।