Opu Hasnat

আজ ৭ জুন বুধবার ২০২৩,

বালিয়াকান্দিতে বিরি উদ্ভাবিত ভিত্তি বীজের ধান প্রদর্শনী পরিদর্শন কৃষি সংবাদরাজবাড়ী

বালিয়াকান্দিতে বিরি উদ্ভাবিত ভিত্তি বীজের ধান প্রদর্শনী পরিদর্শন

ফরিদপুরের ভাঙ্গায় অবস্থিত বাংলাদেশ রাইস রিচার্স ইনষ্টিটিউট ( বিরি) উদ্ভাবিত ভিত্তি বীজ দিয়ে চাষাবাদ কৃত রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে ধান ক্ষেত শনিবার পরিদর্শন করেছেন। ধান ক্ষেত পরিদর্শন করেন, ফরিদপুরের ভাঙ্গায় অবস্থিত বাংলাদেশ রাইস রিচার্স ইনষ্টিটিউট ( বিরি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আমির হোসেন। এসময় পল্লী বন্ধুর পরিচালক রুহুল আমিন বুলু, সংস্থার কর্মী রায়হান উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দি উপজেলার ইলিশকোল, কোনাগ্রাম, বাঘুটিয়া, গোসাইগোবিন্দপুর, হাড়িখালি, শালমারা, বেতেঙ্গা বøকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ইতিপুর্বে পল্লী বন্ধু সংস্থার সহযোগিতায় ফরিদপুরের ভাঙ্গায় অবস্থিত বাংলাদেশ রাইস রিচার্স ইনষ্টিটিউট ( বিরি) উদ্ভাবিত ভিত্তি বীজ প্রদান করা হয়। এ বীজ ব্যবহার করে কৃষকরা প্রদর্শনী প্লট করে।