Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

বজ্রপাত মোকাবেলায় সৈয়দপুরে তালবীজ রোপন কর্মসূচি নীলফামারী

বজ্রপাত মোকাবেলায় সৈয়দপুরে তালবীজ রোপন কর্মসূচি

নীলফামারীর সৈয়দপুরের খাতামধুপুর ইউনিয়নের খামাতপাড়ায় তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে (২৮ অক্টোবর) সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী' মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে পরিবেশ ভারসাম্য রক্ষা ও বজ্রপাত মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আওতাধীন গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় ওই তাল বীজ রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল হাসনাত সরকার, খাতামধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুয়েল চৌধুরীসহ ইউপি সদস্য ও স্থানীয় সুধীজন। 

ওই  এলাকায় প্রাথমিক পর্যায়ে এক হাজার তাল বীজ রোপণ করা হয়। পরবর্তীতে অন্যান্য এলাকাতেও ওই কর্মসূচির আওতায় তাল বীজ রোপণ করা হবে জানান পিআইও। 

এই বিভাগের অন্যান্য খবর