Opu Hasnat

আজ ২২ নভেম্বর শুক্রবার ২০১৯,

লোহাগড়া কারিগরি ও বানিজ্যিক কলেজ এমপিওভুক্ত হওয়ায় আনন্দ র‌্যালি নড়াইল

লোহাগড়া কারিগরি ও বানিজ্যিক কলেজ এমপিওভুক্ত হওয়ায় আনন্দ র‌্যালি

নড়াইলের লোহাগড়া এম.এম.হক কারিগরি ও বানিজ্যিক মহাবিদ্যালয় এমপিওকরণ হওয়ায় আনন্দ র‌্যালী বের করেছে কলেজ কর্তৃপক্ষ। শনিবার (২৬ অক্টোবর) সকালে কলেজ চত্তর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে মিলিত হয়। 

এসময় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, প্রভাষক কাজী গোলাম মোস্তফা, মো. বাবুল ফকির, মিহির কান্তি তরফদার, দেবব্রত কুমার ঘোষ, সিদ্দিকুর রহমান, ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. শাহাদত হোসেন, কলেজের ছাত্র-ছাত্রীসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ র‌্যালিতে অংশগ্রহণ করে। র‌্যালি শেষে কলেজ এমপিওকরণ হওয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মহাবিদ্যালয়ের শিক্ষা পরিবার ও উপজেলার সর্বস্তরের জনগনের পক্ষথেকে অভিনন্দন জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম।