Opu Hasnat

আজ ৩১ মে রবিবার ২০২০,

কুমিল্লায় শুরু হচ্ছে শচীন মেলা কুমিল্লা

কুমিল্লায় শুরু হচ্ছে শচীন মেলা

২৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী কুমিল্লার কৃতি সন্তান শচীন দেববর্মণ স্মরণে কুমিল্লায় দুইদিন ব্যাপী শচীনমেলা।

এ উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসক কতৃক বৃহস্পতিবার এক সংবাদ সন্মেলন কুমিল্লার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, কুষ্টিয়ায় যেমন লালন মেলা উপলক্ষে এক উৎসবের সৃষ্টি হয়, তেমনি কুমিল্লার সচীনমেলা দেশ ব্যাপী আলোড়িত হবে। দুই দিন ব্যাপী মেলার উদ্বোধন করবেন কুমিল্লার সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। সমাপনী দিনে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। 

অনুষ্ঠানে র‌্যালী, আলোচনা সভা, সংগীত পরিবেশন, চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচী নেয়া হয়েছে। মেলা কে জমজমাট করতে মেলায় কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়সহ ১৮ টি স্টল বসবে। 

অনুষ্ঠান সকাল ১০ টা থেকে শুরু হয়ে রাত ১০ টা পর্যন্ত চলবে। অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত থাকবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কায়জার মোহাম্মদ ফারাবী, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরীন সহ কুমিল্লায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডায়ার সাংবাদিকবৃন্দ।