Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

বাগেরহাটে উন্নত জাতের ধান চাষ বিষয়ে কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত কৃষি সংবাদবাগেরহাট

বাগেরহাটে উন্নত জাতের ধান চাষ বিষয়ে কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাটে উন্নত জাতের ধান চাষ বিষয়ে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট ও পিরোজপুর (জিকেবিএসপি) কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বৃহস্পতিবার দুপুরে ফকিরহাট উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষন কক্ষে দুই দিনব্যাপী প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিকেবিএসপি প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস।

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা তন্ময় দত্ত, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন সেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুলইমান মন্ডল, বিপ্লব দাস, প্রদীপ মন্ডল প্রমুখ। 

প্রশিক্ষনে ফকিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৩০জন কৃষক-কৃষানী অংশ নেন।

পরে প্রকল্প পরিচালক কৃষদের নিয়ে ফকিরহাটের লখপুর এলাকার ব্রিধান ৭৮ এর খামার পরিদর্শন করেন। এসময় তিনি চাষীদের উন্নত জাতের ধান চাষে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।