Opu Hasnat

আজ ৩০ মে বৃহস্পতিবার ২০২৪,

রাজন হত্যা মামলা : দ্বিতীয় দিনে রাজনের মায়ের সাক্ষ্যগ্রহণ আইন ও আদালতসিলেট

রাজন হত্যা মামলা : দ্বিতীয় দিনে রাজনের মায়ের সাক্ষ্যগ্রহণ

চাঞ্চল্যকর শিশু রাজন হত্যা মামলায় আদালতে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। 

আজ (০৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

রাজনের মা লুবনা বেগমের সাক্ষ্যের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। পরে পর্যায়ক্রমে সাক্ষ্য দেন রাজনের চাচা আল আমিন। 

এছাড়া স্থানীয় বাসিন্দা জিয়াউল হক, মাসুক মিয়া ও ইশতিয়াক চৌধুরীরও সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 

বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ সাক্ষ্যগ্রহণ চলবে বলে জানিয়েছেন মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি মফুর আলী। 

এর আগে বৃহস্পতিবার একই আদালতে সাক্ষ্য দেন রাজনের বাবা শেখ আজিজুর রহমান ও এসএমপির জালালাবাদ থানার বরখাস্তকৃত উপ-পরিদর্শক (এস আই) আমিনুল ইসলাম।

এ সময় আসামিদের পক্ষে সাক্ষীদের জেরা করেন অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম, আব্দুল খালিক, আলী হায়দার ফারুক, আখতারুজ্জামান ও শাহ আলম। 

বাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন।

রোববার আদালতে মামলার চার্জশিটভুক্ত ১৩ আসামির মধ্যে ১০জন উপস্থিত ছিলেন। সৌদি আরবে আটক মামলার প্রধান আসামি কামরুলসহ তিনজন পলাতক রয়েছেন।