Opu Hasnat

আজ ৩১ মে রবিবার ২০২০,

নড়াইলে দরিদ্রদের মাঝে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ নড়াইল

নড়াইলে দরিদ্রদের মাঝে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

নড়াইলে আয় বর্ধক সহায়তা কর্মসূচী বাস্তবায়নে বিনামূল্যে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বুধবার (২৩ অক্টোবর) জেলা পরিষদ চত্বরে হতদরিদ্রদের মাঝে ১০টি ভ্যান ও ১০টি সেলাই মেশিন বিতরন করা হয়। 

এ বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি এ্যাডভোকেট রওশন আরা কবীর লিলি। সংস্থার নির্বাহী পরিচালক শরীফ শরাফ উদ্দীন সম্রাট এর পরিচালনায় এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আনজুমান আরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আনিচুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ এম সাইফুল আনাম প্রমুখ।

এই বিভাগের অন্যান্য খবর