Opu Hasnat

আজ ১৮ নভেম্বর সোমবার ২০১৯,

চেইঞ্জ বাংলাদেশ ইনফরমেটিভ অলিম্পিয়াড’এ আসফি চ্যাম্পিয়ন ঝালকাঠি

চেইঞ্জ বাংলাদেশ ইনফরমেটিভ অলিম্পিয়াড’এ আসফি চ্যাম্পিয়ন

ঝালকাঠিতে চেইঞ্জ বাংলাদেশ ইনফরমেটিভ অলিম্পিয়াড’এ জান্নাতুল আসফি চ্যাম্পিয়ন হয়েছে। ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ১৮ অক্টোবর ২য় থিংকিং চেইঞ্জ বাংলাদেশ ইনফরমেটিভ অলিম্পিয়াড’ ১৯  “সৃজনশীলতায় এগিয়ে যাও-জ্ঞানের আলো ছড়িয়ে দেয়” এর চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। 

১ম পর্বে ঝালকাঠি জেলার ৪৭টি মাধ্যমিক স্কুলের ১৮০০ছাত্র/ছাত্রী অংশ গ্রহণ করে । এর মধ্য হতে ৫২০জন ছাত্র/ছাত্রী চুড়ান্ত পর্বে অংশ গ্রহণের সুযোগ পায়। উক্ত প্রতিযোগিতায় ক্যাটাগরি-এ গ্রুপে ঝালকাঠি হরচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুল আসফি চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়নের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব আরিফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ সিদ্দিুকুর রহমান খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদা জাহান, বিটিভি প্রতিনিধি ও টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু। 

এ সময়ে মঞ্চে আরো উপস্থিত ছিলেন  অন্যান্য বিশিষ্টজন। জান্নাতুল আসফি ঝালকাঠি সিভিল সার্জন অফিসের হিসাব রক্ষক জনাব মোঃ জহিরুল ইসলাম ও গৃহিনী নিলুফা ইয়াসমিন-এর বড় কন্যা। তারা মেয়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।