Opu Hasnat

আজ ২৬ মে মঙ্গলবার ২০২০,

আন্তর্জাতিক খ্যাতিমান চিত্রশিল্পী কালিদাস কর্মকারের প্রয়ানে অন্তিম শ্রদ্ধাঞ্জলি ফরিদপুর

আন্তর্জাতিক খ্যাতিমান চিত্রশিল্পী কালিদাস কর্মকারের প্রয়ানে অন্তিম শ্রদ্ধাঞ্জলি

ফরিদপুরের কৃতিসন্তান আন্তর্জাতিক খ্যাতিমান ম্যাজিক্যাল চিত্রশিল্পী কালিদাস কর্মকারের প্রয়ানে অন্তিম শ্রদ্ধাঞ্জলি জানালো সাহিত্য পত্রিকা উঠোন ও তার পরিবারের সদস্যরা। 

এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের সমকাল মিলনায়তনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতিজন ড. বিপ্লব বালা। অন্যদের মধ্যে তাকে স্মরন করেন তার ছোট বোন বুলবুল বেগম সন্ধ্যা, তার ভাগ্নে আমিরুল ইসলাম, উঠোন এর সম্পাদক মফিজ ইমাম মিলন, প্রফেসর আলতাফ হোসেন প্রমুখ। 

এসময় বক্তরা বলেন, এমন গুণি শিল্পির মৃত্যুতে দেশ যেমন একজন সম্পদ হারলো তেমনি ফরিদপুর হারালো একজন শ্রেষ্ঠ সন্তানকে। আমরা এমন চিত্র শিল্পির মৃত্যুতে গভীর সমবেদনা জানাই তার পরিবারকে। 

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর শুক্রবার দুপুরে ঢাকায় নিউ ইস্কাটনের বাসায় ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে আন্তর্জাতিক খ্যাতিমান ম্যাজিক্যাল চিত্রশিল্পী কালিদাস কর্মকার মৃত্যুবরন করেন। সারা বিশ্ব খ্যাতিমান কালিদাস কর্মকারকে ম্যাজিক্যাল চিত্রশিল্পী বলে অভিহিত করতেন।    

এই বিভাগের অন্যান্য খবর