Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

ক্রিকেটারদের দাবি পূরণের আশ্বাস খেলাধুলা

ক্রিকেটারদের দাবি পূরণের আশ্বাস

বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বয়কটের হুমকিও দিয়েছেন তারা।

সোমবার (২১ অক্টোরব) দুপুরে সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহসহ প্রায় অর্ধশতাধিক ক্রিকেটার মিরপুরের একাডেমি মাঠে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন এবং আল্টিমেটাম দেন, ‘দাবি না মানলে ঘরোয়া ক্রিকেট মানে চলমান জাতীয় লিগসহ জাতীয় দলের অনুশীলন ও বিদেশ সফর না করার’।

ক্রিকেটাররা মিডিয়ার সামনে ১১ দফা দাবি তোলার অল্প কিছুক্ষণ পরই মিডিয়ার সামনে আসেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন।

ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টরা জানান, ক্রিকেটারদের আন্দোলনের বিষয়টি ছিল সবারই অজানা।

বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেন, ক্রিকেটারদের আন্দোলনের বিষয়ে তারা কিছুই জানতেন না। ক্রিকেটাররা তাদেরকে আনুষ্ঠানিকভাবে আগে থেকে কিছুই জানায়নি। তারা জেনেছেন এবং সেটা আজই, মিডিয়ার কাছ থেকে।

তিনি বলেন, বিষয়টি আমরা দেখবো। তবে ক্রিকেটারদের এ ধর্মঘটকে কোন বিদ্রোহ মানতে নারাজ বিসিবি সিইও।

সিইও বলেন, প্লেয়াররা বোর্ডেরই পার্ট। ভাবটা এমন, তারা তাদের দাবি ও চাওয়া-পাওয়ার কথা প্রকাশ করেছে। আমরা চেষ্টা করবো বসে এবং বোর্ডে কথা বলে সে দাবি মেটাতে।