Opu Hasnat

আজ ১৮ নভেম্বর সোমবার ২০১৯,

ঠাকুরগাঁয় সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহাত ৭ ঠাকুরগাঁও

ঠাকুরগাঁয় সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহাত ৭

মোঃ আনোয়ার হোসেন, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া উম্মুল মোমেনিন হযরত খাদিজাতুল কোবরা (রা:) মহিলা দাখিল মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী শিক্ষিকা শাহানাজ বেগম মলি(৪৫) মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। দূর্ঘটনাটি ঘটে সোমবার সকাল সাড়ে ৯ টায়। 

জানা গেছে, শাহানাজ বেগম মলি তার ঠাকুরগাঁওয়ের বাসা হতে পাগলু যোগে কর্মস্থল রুহিয়া অভিমূখে রওনা হন। পথিমধ্যে বলদিয়া পুকুর নামক স্থানে একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে পাগলুটি উলটে গিয়ে খাদে পড়ে গেলে উক্ত দূর্ঘটনা ঘটে, সাথে আরো ৭ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করেন। পড়ে শাহানাজ বেগম মলিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

খোঁজ নিয়ে জানা যায়, পাগলু চালক মধুপুর মহিলা কলেজ পাড়া মৃতঃ আজম এর পুত্র মোঃ লতিফুর রহমান (২৩)।  নিহত শাহানাজ বেগম মলি রুহিয়া ঘনিমহেশপুর এলাকার মকবুল হোসেন মিলারের স্ত্রী। 

মাদরাসার সুপার দবিরুল ইসলাম শাহনাজ বেগম মলির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। শাহানাজ বেগম মলির মৃত‌্যুতে রুহিয়ায় শোকের ছাঁয়া নেমে আসে।