Opu Hasnat

আজ ১৩ নভেম্বর বুধবার ২০১৯,

মুন্সীগঞ্জে দুর্ঘটনায় নার্স নিহত মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে দুর্ঘটনায় নার্স নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা চৌরাস্তা এলাকায় শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের রওশন আরা নামের এক নার্স (৫২) দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে শ্রীনগর থেকে মুন্সীগঞ্জ নার্সিং ট্রেনিং ইন্সটিটিউটে আসার পথে দ্রæত গতির সিএনজিতে বসা অবস্থায় একটি দোকানের টিনের আঘাতে তার মৃত্যু হয়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক প্রনয় মান্না দাস জানান, বেতকা চৌরাস্তা এলাকায় রাস্তা দিয়ে সিএনজিটি দ্রুত গতিতে চলছিলো। এ সময় সিএনজিতে বসে থাকা নার্স রওশন আরা পাশের একটি দোকানের টিনের সাথে মাথায় আঘাত প্রাপ্ত হয়। পরে হাসপাতালে আনার পর অতিরিক্ত রক্তক্ষরণে নার্স রওশন আরা মৃত্যুর কোলে ঢলে পড়েন। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে  মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।