Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

আইনজীবীর সহকারী হত্যায় ১২ জনের মৃত্যুদন্ড আইন ও আদালত

আইনজীবীর সহকারী হত্যায় ১২ জনের মৃত্যুদন্ড

ঢাকা জজ কোর্টের আইনজীবীর সহকারী মোবারক হোসেন ভূঁইয়া হত‌্যা অভিযোগ প্রমানিত হওয়ায় ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার গোথালিয়া ভূইয়াবাড়ীর মাহবুবুর রহমান ভূইয়া ওরফে মহুব (৫৭), মোজাম্মেল হক ভূঁইয়া ওরফে বাদল ভূঁইয়া (৫৪), আফজাল ভূঁইয়া (৫২), এমদাদুল হক ওরফে সিকরিত ভূঁইয়া (৪৩), নয়ন ভূঁইয়া (৩২), ভূলন ভুঁইয়া ওরফে ভুলু (৩০), সিকরিত ভূঁইয়ার স্ত্রী সুলতানা আক্তার (৩৮), একই এলাকার নবুরিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে রুহুল আমিন (৫২), একই গ্রামের আবুল কালাম আজাদ ওরফে রাজা মিয়ার ছেলে শিপন মিয়া (২৬), একই থানাধীন মইতপুরের কাজী জজ মিয়ার স্ত্রী নিলুফা আক্তার (৫৭), একই গ্রামের পরেশ সন‌্যাসীর ছেলে বিধান সন্যাসী (২৫) ও দেলোয়ার হোসেন।

মামলার বিবরণে জানা যায়, মোবরকের পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে আসামিদের বিরোধ ছিলো। ওই বিরোধের জেরে ২০১৫ সালের ২২ অক্টোবর প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের ঘর নির্মাণকে কেন্দ্র করে আসামিরা মোবারক হোসেনের পেটে বল্লম দিয়ে আঘাত করে। এতে মোবারক হোসেন মারা যায়। পরদিন মোবারকের ছোট ভাই ১৬ জনকে আসামী করে বাজিতপুর থানায় মামলা করেন। 

তদন্ত শেষে ২০১৭ সালের ২ জানুয়ারি বাজিতপুর থানার পরিদর্শক ১৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। একই বছর ১৭ ডিসেম্বর একই ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। চার্জশিটের ৩১ জন সাক্ষীর বিভিন্ন সময়ে ২৩ জন সাক্ষ্য দেন।

এর আগে গত  ১৭ অক্টোবর এ মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার এ দিন ঠিক করেন আদালত।