Opu Hasnat

আজ ৩১ মে রবিবার ২০২০,

বালিয়াকান্দিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু নারী ও শিশুরাজবাড়ী

বালিয়াকান্দিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডোবার পানিতে ডুবে ওবাইদুর রহমান নামে দুই বছরের এক শিশু মৃত্যু হয়েছে। শিশু ওবায়দুর রহমান (২)। বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের শরিফুল ইসলাম বিশ্বাসের ছেলে। রবিবার বিকেলে জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের বাড়ীর সামনে ডোবার পানিতে ডুবে তার মৃত্যু হয়।  

জঙ্গল ইউনিয়ন পরিষদের মেম্বার (সদস্য) মোঃ মাসুদ মোল্লা বলেন, ওই শিশুটি খেলতে খেলতে ডোবার পানিতে পড়ে যায়। তাকে না পেয়ে অনেক খোজাখুজির পর লাশটি ডোবায় ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে। তাকে উদ্ধার করার আগেই মারা যায়।