Opu Hasnat

আজ ১২ নভেম্বর মঙ্গলবার ২০১৯,

সার্ভে ডিপ্লোমা ইঞ্জিয়ারদের ১০ম বেতন গ্রেড বাস্তবায়নের দাবীতে স্মারকলিপি প্রদান খুলনা

সার্ভে ডিপ্লোমা ইঞ্জিয়ারদের ১০ম বেতন গ্রেড বাস্তবায়নের দাবীতে স্মারকলিপি প্রদান

সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম বেতন গ্রেড সহ ৫ দফা বাস্তবায়নের দাবী জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন পাইকগাছা উপজেলা ভ‚মি অফিসের সার্ভেয়ার সাকিরুল ইসলাম। সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিত্বকারী সংগঠন আইডিএসইবি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সার্ভেয়ার সাকিরুল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সরকার সাধারণ মানুষের নিকট ভূমিসেবা দ্রুত পৌছানোর লক্ষে, সেবার মান উন্নয়ন ও ডিজিটাললাইজেশনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ কার্যক্রমে সার্ভেয়ারগণ ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহনের অক্লান্ত পরিশ্রম ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি সরকারের সকল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের সকল দপ্তরে কর্মরত অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড বেতন স্কেল প্রদান করা হলেও সমমান এক ও অভিন্ন শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সার্ভেয়ার সমমানের পদে নিয়োগ দিয়ে ১০ম গ্রেড বেতন স্কেল প্রদান করা হয়নি। উক্ত বৈষম্য দূরীকরণে প্রধানমন্ত্রী কর্তৃক সকল ডিপ্লোমাধারীদেরকে দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদা ও বেতন স্কেল ১০ম গ্রেড এর অনুশাসন রয়েছে। যা স্মারকলিপির মাধ্যমে বাস্তবায়নের দাবী জানান।

এই বিভাগের অন্যান্য খবর