Opu Hasnat

আজ ১৪ জুলাই মঙ্গলবার ২০২০,

দুর্গাপুরে অভিভাবক সমাবেশ নেত্রকোনা

দুর্গাপুরে অভিভাবক সমাবেশ

দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নে আদিবাসী অধ্যুসিত এলাকা উত্তর গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ‘অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা সেরা এর আয়োজনে, গণস্বাক্ষরতা অভিযান ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় স্কুলের সভা কক্ষে এসএমসি‘র সভাপতি মো. জালাল উদ্দিন এর সভাপতিত্বে সমাবেশে শিক্ষাঙ্গনে উন্নত পাঠদান ও নৈতিক শিক্ষা নিয়ে অন্যদের মধ্যে আলোচনা করেন, ডা. সাহাবদ্দিন, স্কুলের প্রধান শিক্ষক নকুল চন্দ্র কর্মকার, সেরা এর উপজেলা সমন্বয়কারী মো. নজরুল ইসলাম, সহকারী শিক্ষক সুব্রত দাস, মিজানুর রহমান, হাসিনা আক্তার, নাজনীন জাহান প্রমুখ। 

বক্তারা বলেন, শিক্ষর্থীদের ভালো ফলাফল ও নৈতিকতা শিক্ষা দান বিষয়ে মায়ের ভুমিকাই অগ্রগন্য। দেশ কে এগিয়ে নিতে পরীক্ষায় ভালো ফলাফল ও নৈতিক শিক্ষার কোন বিকল্প নাই। উন্নত শিক্ষাদানে বিদ্যালয়ের পাশাপশি উপস্থিত সকলকে এগিয়ে আসার আহবান জানান।